রাজশাহীতে তারেক রহমানের আগমন, চাঙা নেতাকর্মীরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চাঙা হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের রাজশাহীতে আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহাসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত এবং রাজশাহী অঞ্চলে দলের মনোনীত প্রার্থীসহ শীর্ষ নেতারা বৈঠক করেন।
তারেক রহমানের এ সফরকে ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। তারা সমাবেশ সফল করতে মাঠপর্যায়ে প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুসহ দলের অন্যান্য প্রার্থীরা গণসংযোগ ও পথসভায় ২৯ তারিখের জনসভা সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রায় ২২ বছর পর রাজশাহীর মাটিতে পা রাখছেন পার্টির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা রাজাশাহীর উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া তার কাছে তুলে ধরবো। তিনি নিশ্চয় সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতি দেবেন। আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ২৯ তারিখের জনসভা হবে সর্বকালের সেরা মহাসমাবেশ। নির্বাচনের আগে আমাদের নেতা রাজশাহীতে আসবেন, এটি রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ। আমরা রাজশাহী অঞ্চলের সব আসন তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।
বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ সফরে দলের নির্বাচনি অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে উপস্থাপন করবেন। এটি নির্বাচনি প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সফরসূচি অনুযায়ী- ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশে তার সড়ক পথে রওনা দেওয়ার কথা রয়েছে।

